Sbs Bangla -
অস্ট্রেলিয়ায় বক্সিং ডে নিয়ে কেন এত চাঞ্চল্য?
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:10:40
- Mais informações
Informações:
Sinopse
অস্ট্রেলিয়াতে বক্সিং ডে-র তাৎপর্য কিছুটা সাংস্কৃতিক ও কিছুটা বাণিজ্যিক বলা যায়। যদিও এদেশে এই দিনটির সাথে ধর্মীয় কিছু যুক্ত নয়, তবে সাধারণ অস্ট্রেলিয়ানরা তাদের ক্রিসমাস উৎসবকে বাড়িয়ে সেটির উদযাপন এদিন পর্যন্ত নিয়ে আসে। অনেকেই এই দিনে পরিবারের সাথে বারবিকিউ করে বা ক্রিকেট ম্যাচ দেখে সময় কাটায়, আবার অন্যরা হয়ত সিডনি থেকে হোবার্ট পর্যন্ত হওয়া বিখ্যাত ইয়ট রেস দেখার জন্যে সময় বরাদ্দ করে রাখে। অন্যদিকে, অনেক অস্ট্রেলিয়ান এই দিনে দোকানে গিয়ে কম দামের সুযোগে দরকারি বা শখের কোনো জিনিস কেনার জন্যে অপেক্ষা করে থাকে।